ঢাকার কাঁচপুরে পাহাড়িদের বৈসাবি শোভাযাত্রা
সিএইচটিনিউজ.কম
ঢাকা প্রতিনিধি : ‘উৎসব ঐতিহ্যের বন্ধনে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও জাতীয় ঐক্য গড়ে তুলুন’ এই শ্লোগানে এবং বৈসাবি উৎসব উপলক্ষে তিন দিনের ছুটির দাবি জানিয়ে শোভাযাত্রা ও নদীতে ফুল ভাসিয়ে বৈসুক-সাংগ্রাই-বিঝু(বৈসাবি)-এর প্রথম দিন পালন করেছে ঢাকায় কাঁচপুরে বসবাসরত পাহাড়িরা।
রবিবার (১২ এপ্রিল) সকালে পাহাড়ি যুব সমাজের আয়োজনে সোনাপুর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সিলেট-ঢাকা মহাসড়ক হয়ে হয়ে শীতলক্ষ্যা নদীর পাড়ে (কাঁচপুর ব্রীজের নীচে) গিয়ে সেখানে সারিবদ্ধভাবে ফুল ভাসানো হয়। ফুল ভাসানো শেষে শোভাযাত্রা সহকালে তারা পুনরায় সোনাপুরে ফিরে আসে।
শোভাযাত্রা ও ফুল ভাসানো অনুষ্ঠানে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশু-কিশোররা অংশগ্রহণ করে।
————————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।