বগাছড়ি ধ্বংসযজ্ঞের ২ বছর

ঢাকায় তিন সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত

0

ঢাকা: রাঙামাটি জেলার নান্যাচর উপজেলার বগাছড়ি ধ্বংস যজ্ঞের ২ বছর পূর্তিতে গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ), হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর যৌথ উদ্যোগে ঢাকা বিশ্বিবিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার মূল স্লোগান ছিল “বগাছড়ি হামলায় নেতৃত্বদানকারী নব্য পাক হানাদার বাহিনীরদের সাজা দাও !dsc021360000111

সভায় সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভানেত্রী নিরূপা চাকমা। সভায় বক্তব্য রাখেন ইউপিডিএফ ঢাকা ইউনিট সংগঠক প্রতীম চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য রিপন চাকমা, পিসিপি ঢাকা শাখার সভাপতি রোনাল চাকমা।

সভা পরিচালনা করেন পিসিপি ঢাকা শাখার সাধারণ সম্পাদক রিয়েল ত্রিপুরা।

dsc012840000বক্তারা বলেন, বগাছড়ি ধ্বংসযজ্ঞের ২ বছর পূর্ণ হলো। এখনো হামলার নেতৃত্বদানকারী সেনা-সেটলারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে যে ক্ষতিপুরণ ও পূণর্বাসনের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তা ২ বছর পরও যথাযথ বাস্তবায়ন করা হয়নি।

বক্তারা অবিলম্বে বগাছড়ি হামলায় নেতৃত্বদানকারী নব্য পাক হানাদারদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয় কতৃক জারিকৃত দমনমূলক ১১ নির্দেশনা বাতিলের দাবী জানান।

________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More