ঢাকা : বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)’র উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে ‘পার্বত্য চট্টগ্রামে ঔপনিবেশিক শিক্ষা, বর্তমান জাতীয় সংকট উত্তরণে ছাত্র-যুব সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা চলছে।
এখন আলোচনা করছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
মঞ্চে আলোচক হিসেবে উপস্থিত আছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) -এর কেন্দ্রীয় নেতা সচিব চাকমা, বাংলাদেশ লেখক শিবিরের সভাপতি হাসিবুর রহমান ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থীসহ পিসিপি ও বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।
__________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।