ঢাকা : বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর কেন্দ্রীয় সম্পাদকমন্ডলী বৈঠক ও কেন্দ্রীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১১-১২ জানুয়ারি দুই দিনব্যাপী অনুষ্ঠিত বৈঠকে পার্বত্য চট্টগ্রামের বিরাজমান পরিস্থিতিসহ দেশের সার্বিক পরিস্থিতি এবং পিসিপি’র করণীয়-কর্তব্য, কর্মসূচী গ্রহণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা শেষে পিসিপি’র রাজনৈতিক, আদর্শীক ও সাংগঠনিক ভিত্তি সুদৃঢ়করণের লক্ষে বেশকিছু সিদ্ধান্ত ও কর্মসূচী গ্রহণ করা হয়।
উভয় সভায় সভাপতিত্ব করেন পিসিপি কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমা। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা।
সভায় বিভিন্ন দপ্তরের সম্পাদকগণসহ পিসিপি’র ১৯ জন কেন্দ্রীয় সদস্য উপস্থিত ছিলেন।
———————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।