ঢাকা : বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর সভাপতি বিনয়ন চাকমা ও সাধারণ সম্পাদক অনিল চাকমা আজ ২৩ জানুয়ারি(মঙ্গলবার) সংবাদ মাধ্যমে প্রদত্ত বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্যাতন বিরোধী ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় এই হামলাকে ফ্যাসিবাদী হামলা উল্লেখ করে বলেন, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ক্যাম্পাসে ত্রাস সৃষ্টির লক্ষ্যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ বর্বর হামলা চালিয়েছে।এ হামলা খুবই ন্যাক্কারজনক ও নিন্দনীয়।
বিবৃতিতে নেতৃদ্বয় হামলায় জড়িত ছাত্রলীগ নেতা-কর্মীদের শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, ছাত্রী নিপীড়নে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বহিস্কারসহ চার দফা দাবিতে নির্যাতন বিরোধী শিক্ষার্থীদের ঢাবি উপাচার্য(ভিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচিতে ছাত্রলীগ পরিকল্পিতভাবে হামলা করে। এ হামলায় প্রায় অর্ধশতাধিক নির্যাতন বিরোধী ছাত্র-ছাত্রী আহত হন।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।