তনু হত্যার প্রতিবাদে রাঙামাটিতে শিক্ষার্থীদের মানববন্ধন
রাঙামাটি : কুমিল্লা সেনানিবাস এলাকায় ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান (তনু) হত্যার প্রতিবাদে এবং পার্বত্য চট্টগ্রামে নারী ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১১টায় মানববন্ধন করেছে রাঙামাটির সদর উপজেলার সাপছড়ি উচ্চ বিদ্যালয়, বড় মহাপূরম উচ্চ বিদ্যালয় এবং সাপছড়ি কৃষি ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা।
সাপছড়ি উচ্চ বিদ্যালয় গেইটে অনুষ্ঠিত মানববন্ধনে কৃষি ইনিস্টিটিউটের ছাত্র বাইমং মার্মার সভাপতিত্বে এবং একই কলেজের ছাত্র অনীল চাকমার সঞ্চালনায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বৃহত্তর পার্বত্য চট্রগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিল চাকমা।
মানববন্ধনে বক্তারা তনু হত্যার ১১ দিন পার হলেও হত্যাকারীরা গ্রেফতার না হওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।
তারা অবিলম্বে তনু হত্যাকারীসহ পার্বত্য চট্টগ্রামে নারী ধর্ষণকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
—————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।