তিন পাহাড়ি সংগঠন বন্দরনগরী চট্টগ্রামে লোগাঙ গণহত্যা দিবস পালন করেছে
চট্টগ্রাম: পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন আজ বুধবার চট্টগ্রাম শহীদ মিনারে সমাবেশ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ১৯৯২ সালের ১০ এপ্রিল খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় সংঘটিত লোগাঙ গণহত্যা দিবস পালন করেছে। সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সুকৃতি চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক এচিং মারমা ও শ্রমিক নেতা অর্পণ চাকমা প্রমুখ।