সিএইচটিনিউজ.কম ডেস্ক:
ত্রিপুরা (ভারত) : খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ধুধুকছড়া থেকে দুই ব্যক্তিকে অপহরণকারী জেএসএস-এর সন্তু গ্রুপের ৮ সন্ত্রাসীকে ভারতের ত্রিপুরা স্টেট রাইফেল(টিএসআর) আটক করেছে বলে জানাগেছে।গতকাল ২৯ অক্টোবর ২০১০ ত্রিপুরার গাড়িটানা, তৈচাকমা ও বাঘেই ছড়াথেকে পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে বলে সূত্রজানিয়েছে।আটকৃতরা হলো- ১.বিজয় মোহন চাকমা(ইন্দু), পিতা-লাল মোহন চাকমা, গ্রাম- পাকুজ্যাছড়ি, পানছড়ি, ২. থৈচিং মগ, পিতা-মংহ্লা মগ, গ্রাম-শিলাছড়ি, দক্ষিণ ত্রিপুরা, ৩. উদোবা চাকমা, পিতা- অমর চান চাকমা, ৪. বন বিকাশচাকমা, পিতা- বিজয় মোহন চাকমা(ইন্দু), গ্রাম-পাকুজ্যা ছড়ি, পানছড়ি, ৫.দেবময় চাকমা(অক্ষর), পিতা- রূপসেন চাকমা, গ্রাম-রূপসেন পাড়া, পানছড়ি, ৬.সুমন চাকমা, পিতা-নিরূপম চাকমা, গ্রাম-উত্তর বাঘাইছড়ি, মারিশ্যা, ৭. কুসুমচাকমা, পিতা-মৃত. কালা চাকমা, গ্রাম-কালানাল, পানছড়ি, ৮. কিশোর চাকমা, পিতা-বিদ্যাচরণ চাকমা, গ্রাম- বাঘাইছড়ি, রাঙামাটি।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর ২০১০ উপরোক্ত সন্ত্রাসীরা বাংলাদেশের পার্বত্যচট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ধুধুকছড়া থেকে মনোরম চাকমা ওভূবনমোহন চাকমাকে অপহরণ করে ভারতের ত্রিপুরায় নিয়ে যায় এবং ৬,৫০,০০০(ছয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মুক্তিপণের বিনিময়ে ২৯ অক্টোবর ছেড়ে দেয়।