দিঘীনালায় সন্তু গ্রুপ কর্তৃক অপহৃত তিন জনের মধ্যে একজনকে হত্যা, দু’জনকে মুক্তি !
দিঘীনালা প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি দিঘীনালার বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি দোর ও লাম্বা ছড়া থেকে গতরাতে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক অপহৃত তিন জনের মধ্যে জিসান চাকমাকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। সন্ত্রাসীরা নিজেরাই হত্যা করার বিষয়টি নিশ্চিত করেছেন।বাকী দু’জনকে আজ সোমবার দুপুর আড়াইটার দিকে স্থানীয় ইউপি মেম্বারদের জিম্মায় ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা।জানা যায়, তিন ব্যক্তি অপহৃত হওয়ার পর আজ সকালে বাবুছড়া ইউনিয়ন পরিষদের মেম্বার তুহিত চাকমা, সাধন মনি চাকমা ও সুশীল বিকাশ চাকমা অপহরণকারীদের সাথে যোগাযোগ করতে যান। আলাপ আলোচনার পর অপহরণকারী সন্তু গ্রুপের সন্ত্রাসীরা শান্তি পিয় চাকমা(৩২) ও চগা চাকমাকে(৪২) মেম্বারদের জিম্মায় ছেড়ে দেয়। এ সময় সন্ত্রাসীরা জিসান চাকমাকে হত্যার কথা স্বীকার বলেন, প্রশাসনকে না জানানোর শর্তে জিসান চাকমার লাশ ফেরত দেয়া হবে।অন্যথায় লাশ ফেরত দেয়া হবে না। তবে, এ রিপোর্ট লেখা পর্যন্ত (৬.৩০টা) লাশ ফেরত দেয়া হয়নি।