দিঘীনালার ৪০টি গ্রামের কার্বারীগণের হাতি মার্কায় ভোট দেয়ার প্রত্যয়

0
2

সিএইচটিনিউজ.কম

দিঘীনালা: খাগড়াছড়ির দিঘীনালা বাবুছড়া ইউনিয়নের ৪০টি গ্রামের কার্বারীগণ গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) এক বৈঠকের মাধ্যমে ঘোষনা করেছেন যে তারা আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রসিত খীসার হাতি মার্কায় ভোট দেবেন।

বাবুছড়া রাস্তার মাথা এলাকায় শুধাংশু বিকাশ কার্বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে কার্বারী নেতৃবৃন্দ উক্ত ঘোষনা প্রদান করেন।

সভায় আরো বক্তব্য রাখেন, স্মৃতি বিকাশ কার্বারী, অক্ষয়চন্দ্র কার্বারী, প্রদীপ কার্বারী, বাগান কুমার কার্বারী, পূর্ণজয় কার্বারী প্রমুখ। এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন ইউপিডিএফ এর দীঘিনালা উপজেলা সংগঠক স্বপন কুমার চাকমা।

সভায় তারা বলেন, এবার আমরা সবাই হাতি মার্কায় ভোট দিয়ে প্রসিত খীসাকে জয়যুক্ত করেত চাই। তারা আরো বলেন, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে ইউপিডিএফ মনোনীত প্রার্থী প্রসতি বিকাশ খীসাই সবার চেয়ে যোগ্য এবং তিনি নির্বাচিত হলে সংসদে সকল জাতি ও নিপীড়িত জনগণের পক্ষে কথা বলবেন।

এর আগে শনিবার দীঘিনালা উপজেলার কান্দারা কার্বারী পাড়া,  দয়াচান কার্বারী পাড়া এই দুই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে মার্কার সমর্থনে এক নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রচার সভায় সভাপতিত্ব করেন চাদারাছড়া মৌজার হেডম্যান আর্য্যমিত্র চাকমা। বক্তব্য রাখেন অধীনচন্দ্র চাকমা, কৈলেশ্ববর কার্বারী, জ্ঞানমনি মেম্বার, শিক্ষিকা সিনেরিকা চাকমা, নিখিলপ্রিয় চাকমা, মিনু চাকমা প্রমুখ।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.