দিঘীনালায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
দিঘীনালা প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ির দিঘীনালায় শুগুনোছড়া নামক স্থানে উজ্জ্বল কান্তি চাকমা(৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। নিহত ব্যক্তি পেশায় একজন দোকানদার। সে ঐ এলাকার লেপ্যা চাকমার ছেলে।
জানা যায়, গতকাল ৯ অক্টোবর মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে ১০/১২ জনের মুখোশপরা এক দল সন্ত্রাসী শুগুনো ছড়া এলাকার সমররঞ্জন কার্বারী পাড়ায় উজ্জ্বল কান্তি চাকমার দোকানে হানা দেয়। সন্ত্রাসীরা পানি খাওয়ার কথা বলে দোকানের দরজা খুলতে বলে। দরজা খুলে দেয়ার সাথে সাথে সন্ত্রাসীরা উজ্জল চাকমা এবং তার স্ত্রী সুমিতা চাকমাকে হাত পাবেঁধে দোকানের মালামাল সহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে উজ্জল চাকমাকে অস্ত্রের মুখে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
আজ বুধবার সকালে বাড়ি থেকে আনুমানিক ১ কিলোমিটার দূরে জঙ্গল থেকে গ্রামবাসীরা তার গলকাটা লাশ লাশ উদ্ধার করেছে বলে খবর পাওয়া গেছে। তবে দিঘীনালা থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও গ্রামবাসীরা হয়রানির ভয়ে লাশ দিতে অস্বীকৃতি জানায়। ফলে পুলিশ লাশ উদ্ধার না করে দিঘীনালায় ফিরে আসে। কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যায়নি। তবে, সংঘবদ্ধ ডাকাত দল এ ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে বলে এলাকাবাসী ধারণা করছেন।