দিঘীনালা প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে খাগড়াছড়ির দিঘীনালা উপজেলায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল ২২ জুন শুক্রবার বেলা ২টায় উপজেলার মাইনী রিসোর্ট-এর হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদের ;দিঘীনালা থানা শাখার সভাপতি রজেন্টু চাকমা। এতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সংগঠক দেবদন্ত ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি থুইক্যসিং মারমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক চন্দনী চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমা, কবাখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান বিশ্বকল্যাণ চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের দিঘীনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলো জীবন চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা কলেজ শাখার সভাপতি অংকন চাকমা ও উপস্থাপনা করেন দিঘীনালা কলেজ শাখার সাধারণ সম্পাদক বিজয় চাকমা।
অনুষ্ঠানে বড়াদাম উচ্চ বিদ্যালয়, বাবুছড়া উচ্চ বিদ্যালয়, দিঘীনালা সরকারী উচ্চ বিদ্যালয় ও বানছড়া উচ্চ বিদ্যালয় থেকে শতাধিক কৃতি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শুরুতে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক কৃতি শিক্ষার্থীকে একটি করে কলম দেয়া হয়।