দিঘীনালায় তৃর্তীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

0
21

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম

D-Protest rally in Khagrachariখাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার বোয়ালখালীর কামক্যা ছড়ায় তৃতীয় শ্রেণীর ছাত্রী সুনিকা চাকমা(১১) কে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ১৫ মে, রবিবার বিকেলে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে বিকাল ৩টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি জেলা সদরের মহাজন পাড়া থেকে শুরু হয়ে চেঙ্গী স্কোয়ার ঘুরে স্বনির্ভর বাজারে গিয়ে এক সমাবেশে মিলিত হয় এতে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাদ্রী চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমা ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য মিটন চাকমা

বক্তারা পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নারীরা কোথাও নিরাপদ নয় সুনিকা চাকমাকে ধর্ষণের পর হত্যার ঘটনা তারই প্রমাণ

সুনিকা চাকমাকে যেভাবে হত্যা করা হয়েছে তা খুবই নৃশংস ও বর্বর উল্লেখ করে বক্তারা এ ধরনের ঘটনা বন্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান

বক্তারা অভিযোগ করে বলেন, ঘটনার পর সুনিকা চাকমার মা কল্পনা চাকমা বাদী হয়ে দিঘীনালা থানায় মামলা দায়ের করার পরও পুলিশ এখনো ঘটনায় জড়িতদের গ্রেফতারে কোন পদক্ষেপ গ্রহণ করেনিদোষীদের বিরুদ্ধে প্রশাসন দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ না করায় বার বার এ ধরনের ধর্ষণ, খুনের ঘটনা অব্যাহতভাবে ঘটেই চলেছে

বক্তারা অবিলম্বে সুনিকা চাকমাকে ধর্ষণের পর হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতন সহ সকল ধরনের নির্যাতন বন্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান

উল্লেখ্য যে, গত ১২ মে রাতে দোকান থেকে সিগারেট আনতে গেলে সুনিকা চাকমা আর বাসায় ফিরে আসেনি পরদিন সকালে জিয়ানগর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় সুনিকা চাকমা দিঘীনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের কামক্যা ছড়া তুলা পাড়া মৃত. নম চাকমার মেয়ে সে কামক্যাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিলো।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.