দীঘিনালায় অপহৃত ইউপিডিএফ সদস্যকে থানায় সোপর্দ করেছে সন্ত্রাসীরা

অপহরণের শিকার হওয়া ইউপিডিএফ সদস্য সুজন চাকমা।
দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
খাগড়াছড়ির দীঘিনালায় রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক অপহৃত ইউপিডিএফ সদস্য সুজন চাকমা (৪৫)-কে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর ২০২৪) ভোররাত সাড়ে ৩টার সময় দীঘিনালার কবাখালী ইউনিয়নের তারাবন্যা এলাকার ধন্যমাছড়ার বিব্রকান্তি কার্বারি পাড়া থেকে ক্লিনটন চাকমার নেতৃত্বে ৭/৮ জনের একদল সংস্কারবাদী(জেএসএস)) ও মুখোশ সন্ত্রাসী সুজন চাকমাকে অপহরণ করে দীঘিনালা সদরে তাদের আস্তানায় নিয়ে আসে।
এরপর বিকাল ৩:৪৪টার দিকে সন্ত্রাসীরা তাকে দীঘিনালা থানা পুলিশের নিকট সোপর্দ করে বলে জানা গেছে।
উক্ত অপহরণ ঘটনার সাথে সেনাবাহিনীর একটি অংশ জড়িত রয়েছে বলে একটি বিশেষ সূত্র জানিয়েছে।
সুজন চাকমাকে আগামীকাল (বৃহস্পতিবার) আদালতে প্রেরণ করা হবে বলে দীঘিনালা থানার ওসি জানিয়েছেন।
তবে পুলিশ অপহরণকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।