দীঘিনালায় এক গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, টাকা লুটে নেয়ার অভিযোগ!

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৪নং দীঘিনালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হিমাশু কার্বারি পাড়ায় এক গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ টাকা লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
তল্লাশির শিকার গ্রামবাসীর নাম শান্তিময় চাকমা (৩৬), পিতা- শান্তিমনি চাকমা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টার সময় একদল সেনা সদস্য হিমাংশু কার্বারি পাড়ায় গিয়ে শান্তিময় চাকমার বাড়িতে হানা দেয়।
এ সময় সেনারা বাড়ির মালিক শান্তিময় চাকমার কাছ থেকে “ইউপিডিএফ সদস্যরা কোথায় আছে?” এমন প্রশ্ন করতে থাকে। উত্তরে তিনি বলেন, ‘এখানে কোন ইউপিডিএফের লোকজন থাকে না।”
এরপর সেনারা তার বাড়িতে প্রবেশ করে তন্ন তন্ন করে তল্লাশি চালায়। কিন্তু অবৈধ কোন কিছু না পেয়ে বাড়ির আলমারিতে রাখা ৭ হাজার ৩৫০ টাকা লুট করে নিয়ে যায় বলে পরিবারের লোকজন অভিযোগ করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি দীঘিনালায় কথিত অভিযানের নামে সেনাবাহিনী কর্তৃক বিনা কারণে ঘরবাড়িতে তল্লাশি, হয়রানি ও ধর্মীয় পরিহানীর ঘটনা বৃদ্ধি পেয়েছে।
এলাকাবাসী সেনাবাহিনীর এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ ধরনের হয়রানিমূলক কার্যক্রম বন্ধের জন্য সেনাবাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষসহ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
