দীঘিনালায় গুইমারার তিন শহীদের সদগতি কামনায় অষ্টপরিস্কার দান

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
দীঘিনালায় বাঘাইছড়ি মুখ জ্ঞানাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান উপলক্ষে গুইমারায় গত ২৮ সেপ্টেম্বর মারমা সেনা-সেটলারদের হামলায় শহীদ হওয়া আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার সদগতি ও গুরুতর আহতদের আরোগ্য কামনায় অষ্টপরিষ্কার দান, সংঘদান ও বুদ্ধমূর্তি দান করা হয়েছে।
আজ শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় এলাকাবাসীর পক্ষ থেকে এ দান দেওয়া হয়।

এ সময় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক রিপন চাকমা।
তিনি বলেন, গত ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ির সিঙ্গিনালায় ৮ম শ্রেণির কিশোরী ছাত্রীকে ধর্ষণের বিচার ও সকল ধর্ষককে গ্রেফতারের দাবিতে জুম্ম ছাত্র জনতার আহ্বানে গুইমারার রামসু বাজার এলাকায় সড়ক অবরোধ পালনকালে সেনাবাহনী ও সেটলাররা হামলা চালালে এতে আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমা শহীদ হন। এছাড়া নারীসহ অনেকে আহত হন।
তিনি বলেন, জন্ম হলেই মানুষকে মরতে হয়। কিন্তু কোন কোন মৃত্যু মানুষ আজীবন স্মরণ রাখে। যারা অধিকারের আদায়ের জন্য জীবন দেন তারা অমর। গুইমারায় বোনের সম্ভ্রমহানির বিচার চাইতে আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছেন তারা পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে অমর হয়ে থাকবেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
