দীঘিনালায় পরিবেশ, জীব-বৈচিত্র্য রক্ষা ও সামাজিক অবক্ষয় রোধে পোস্টারিং
![](https://i0.wp.com/chtnews.com/wp-content/uploads/2021/05/186500094_983460429124991_5970016457134686752_n.jpg?resize=1034%2C775&ssl=1)
দীঘিনালা প্রতিনিধি ।। পরিবেশ, জীব-বৈচিত্র্য রক্ষা ও সামাজিক অবক্ষয় রোধ কল্পে খাগড়াছড়ির দীঘিনালায় পোস্টারিং করা হয়েছে।
পরিবেশ রক্ষা কমিটি ও সামাজিক অবক্ষয় প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলার বাবুছড়া, বড়াদম, পুকুরঘাট, আমতুলিসহ বেশ কিছু এলাকায় হাতে লেখা এসব পোস্টারিং করা হয়।
এসব পোস্টারে ‘নাম তার সেগুন, সব গাছ করে খুন’; ‘সেগুন গাছ নয়, বাঁশ-গর্জন-চাম্পা-কড়ই গাছ রোপণ করুন’; ‘মরা-মৃত্যু বাড়িতে মদ জুয়া বন্ধ করুন’; ‘সুস্থ সুন্দর সমাজ নির্মানের জন্য কাজ করুন’; ‘দোকানে আড্ডা দেয়ার বদঅভ্যাস ত্যাগ করুন, উৎপাদন কাজে লেগে থাকুন’; ‘মোবাইলে ফ্রি ফায়ার গেম ‘ন’খেল্লো, জাতীয় অস্তিত্ব রক্ষা কামত ভূমিকা রাগেয়ু’…ইত্যাদি শ্লোগান লেখা রয়েছে।
![](https://i0.wp.com/chtnews.com/wp-content/uploads/2021/05/186503121_917023642454386_4814130945531529500_n.jpg?resize=1042%2C781&ssl=1)
![](https://i0.wp.com/chtnews.com/wp-content/uploads/2021/05/188815837_837534770182713_356352362147970563_n.jpg?resize=986%2C740&ssl=1)
![](https://i0.wp.com/chtnews.com/wp-content/uploads/2021/05/189836633_1665849453608200_8883208746279978221_n.jpg?resize=1018%2C763&ssl=1)
![](https://i0.wp.com/chtnews.com/wp-content/uploads/2021/05/186447276_196130209025331_2910349763277938800_n.jpg?resize=960%2C720&ssl=1)
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।