
দীঘিনালা প্রতিনিধি ।। পরিবেশ, জীব-বৈচিত্র্য রক্ষা ও সামাজিক অবক্ষয় রোধ কল্পে খাগড়াছড়ির দীঘিনালায় পোস্টারিং করা হয়েছে।
পরিবেশ রক্ষা কমিটি ও সামাজিক অবক্ষয় প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলার বাবুছড়া, বড়াদম, পুকুরঘাট, আমতুলিসহ বেশ কিছু এলাকায় হাতে লেখা এসব পোস্টারিং করা হয়।
এসব পোস্টারে ‘নাম তার সেগুন, সব গাছ করে খুন’; ‘সেগুন গাছ নয়, বাঁশ-গর্জন-চাম্পা-কড়ই গাছ রোপণ করুন’; ‘মরা-মৃত্যু বাড়িতে মদ জুয়া বন্ধ করুন’; ‘সুস্থ সুন্দর সমাজ নির্মানের জন্য কাজ করুন’; ‘দোকানে আড্ডা দেয়ার বদঅভ্যাস ত্যাগ করুন, উৎপাদন কাজে লেগে থাকুন’; ‘মোবাইলে ফ্রি ফায়ার গেম ‘ন’খেল্লো, জাতীয় অস্তিত্ব রক্ষা কামত ভূমিকা রাগেয়ু’…ইত্যাদি শ্লোগান লেখা রয়েছে।




সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।