দীঘিনালায় পিসিপি’র বিক্ষোভ সমাবেশ

দীঘিনালা প্রতিনিধি।। খাগড়াছড়ির দীঘিনালায় আজ ২১ ফেব্রুয়ারি ২০২২, সোমবার সকালে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) উপজেলার শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশের ব্যানার স্লোগান ছিল ‘শিক্ষা প্রতিষ্ঠানে শপথবাক্য পাঠের মাধ্যমে উগ্রজাতীয়বাদী ভাবধারা প্রতিষ্ঠা চলবে না, ছাত্র সমাজ রূখে দাড়াও, কেবল ৫টি ভাষা নয় সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষালাভের অধিকারসহ পিসিপি’র ৫ দফা বাস্তবায়ন কর’।
আজ সকাল ৯টায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পিসিপি’র কেন্দ্রীয় সদস্য নিকেল চাকমা, দীঘিনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুদীপ চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামেরি দীঘিনালা উপজেলা শাখার অর্থ সম্পাদক আশাপূর্ণ চাকমা।
সমাবেশে বক্তারা বলেন, একটি জাতির ভাষা, সংস্কৃতি হচ্ছে তার চিরন্তন প্রতীক। বাংলাদেশ এক জাতির কোন রাষ্ট্র নয়, বাঙালি জাতি ছাড়াও ৪৫টি অধিক বহু ভাষাভাষী জাতিসত্তার বসবাস রয়েছে। সংখ্যালঘু জাতিগুলোর নিজস্ব ভাষা, বর্ণমালা, সংস্কৃতি থাকার পর এদেশের শাসকগোষ্ঠী উগ্র বাঙালী জাতীয়তার ভিত্তিতে শাসন ব্যবস্থা পরিচালনা করায় সংখ্যালঘু জাতিসত্তাগুলো নিজস্ব মাতৃভাষায় শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তারা আরো বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের গত ২৮ ডিসেম্বর ২০২১ সালে শিক্ষা প্রতিষ্ঠানে “শপথ বাক্য” পাঠের নামে যে সার্কুলার জারি করেছে তা কোনভাবেই ছাত্র সমাজের কাছে গ্রহণ যোগ্য নয়।

বক্তারা অভিযোগ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত গণতান্ত্রিক পরিবেশ খর্ব করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির ওপর নিষেধাজ্ঞা ও সেনাবাহিনীর হস্তক্ষেপ দিন দিন বৃদ্ধি হচ্ছে।
বক্তারা বাংলাদেশে বসবাসরত সকল জাতিসত্তার নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের অধিকার নিশ্চিত করাসহ পিসিপি’র শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবি মেনে নেয়ার সরকারের প্রতি আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন