দীঘিনালায় মাইকেল চাকমা’র সন্ধান ও বিনা বিচারে হত্যা-গুম বন্ধের দাবিতে বিক্ষোভ

দীঘিনালা প্রতিনিধি ।। রাষ্ট্রীয় গুমের শিকার ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা’র সন্ধান, পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন তুলে নেওয়া,পাহাড়-সমতলে বিনা বিচারে হত্যা-গুম বন্ধ করা এবং রমেল ও সৌরভ চাকমা হত্যায় জড়িত সেনা সদস্যদের গ্রেফতার-বিচার দাবিতে খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ মিছিল করেছে ইউপিডিএফ ও তার সহযোগি সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম।

আজ শনিবার ( ৯এপ্রিল ২০২২) বেলা ৩টার সময় দীঘিনালা উপজেলায় এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ইউপিডিএফ-এর সংগঠক ইয়েন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম’র দীঘিনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাধন চাকমা, পিসিপি’র দীঘিনালা সভাপতি অনন্ত চাকমা প্রমুখ।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত জনগণের উপর শাসকগোষ্ঠীর দমন-পীড়ন, খুন-গুম, ভূমি বেদখল, নারী নির্যাতনসহ নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। পাহাড়ি জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করার জন্য ইউপিডিএফ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বিচার বহির্ভূতভাবে খুন, গুম গ্রেফতার করে নির্যাতন চালিয়ে মিথ্যা মামলায় কারাগারে অন্তরীণ করা হচ্ছে। দমনপীড়নের অংশ হিসেবে রাষ্ট্র মদদে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে ২০১৯ সালের ৯ এপ্রিল ঢাকার নারায়গঞ্জের কাঁচপুর এলাকা থেকে গুম করা হয়েছে। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে, বিগত তিন বছরেও সরকার মাইকেল চাকমার সন্ধান দিতে পারেনি। নারী নেত্রী কল্পনা চাকমাকে ১৯৯৬ সালে ১২ জুন রাতের আঁধারে লে: ফেরদৌস কর্তৃক অপহরণ করা হয়েছে, তারও কোন হদিস আজও পাওয়া যায়নি।

তারা আরো বলেন, গত ১৫ মার্চ দীঘিনালায় সেনাবাহিনীর হেফাজতে ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা সৌরভকে নির্যাতন চালিয়ে হত্যা করেছে। এছাড়াও আরো অসংখ্য নেতা-কর্মীকে এভাবে সেনাবাহিনী কর্তৃক ও তাদের মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক হত্যা করা হয়েছে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মাইকেল চাকমার সন্ধান, পার্বত্য চট্টগ্রামে বিচার বহির্ভুত হত্যাকাণ্ড ও গুম, ভূমি বেদখলসহ সকল প্রকার নিপীড়ন-নির্যাতন, অন্যায়-অবিগচার বন্ধের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন