দীঘিনালায় মুখোশ কর্তৃক সাজেক এলাকার এক ব্যক্তিকে তুলে নিয়ে হেনস্তার অভিযোগ

0


দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ৯ জুন ২০২৫

খাগড়াছড়ির দীঘিনালায় মুখোশ কর্তৃক সাজেক এলাকার এক ব্যক্তিকে তুলে নিয়ে হেনস্তার অভিযোগ পাওয়া গেছে।  

আজ সোমবার (৯ জুন ২০২৫) সকালে এ ঘটনাটি ঘটে বলে জানা যায়।

ভুক্তভোগীর নাম ভিক্টর চাকমা (৪০), পিতা- রণজিৎ চাকমা, গ্রাম- কজোইছড়ি, গঙ্গারাম, সাজেক, বাঘাইছড়ি। তিনি সাজেকের উজোবাজারের একজন সাধারণ দোকানদার।

জানা গেছে, ভিক্টর চাকমা আজ সকাল ১০টার সময় দোকানের মালামাল কিনতে দীঘিনালার বোয়ালখালী বাজারে যান। এরপর মালামাল কিনে ফেরার সময় দীঘিনালা স্টেশনের পাশে বাবুপাড়া নামক স্থানে পৌঁছলে মুখোশদের কালেক্টর বাবু চাকমার নেতৃত্বে ৫ জন লোক ভিক্টর চাকমার গাড়িটি আটকায়। পরে তারা অস্ত্রের ভয় দেখিয়ে ভিক্টর চাকমাকে সেখান থেকে তুলে নিয়ে বাবু পাড়ার ভিতরে নিয়ে যায়।

এরপর ঘটনাটি জানাজানি হলে উজোবাজার পরিচালনা কমিটির লোকজন মুখোশদের সাথে যোগাযোগ করার পর তারা (মুখোশরা) ভিক্টর চাকমাকে ছেড়ে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী ভিক্টর চাকমা এ প্রতিবেদককে বলেন, বোয়ালখালী বাজার থেকে মালামাল কিনে নিয়ে আসার সময় বাবুুপাড়া এলাকায় বাবু চাকমাসহ ৫ জন লোক আমার গাড়িটি আটকায়। আমি মনে করেছিলাম মালামালের চাঁদার জন্য গাড়ি আটকানো হয়েছে। তাই পকেট থেকে ৫০০ টাকা দিতে চাইলে তারা সেগুলো না নিয়ে আমাকে গ্রামের ভেতরে নিয়ে যায়। এরপর তারা আমাকে উজোবাজার পরিচালনা কমিটির লোকজনকে ফোন করতে বলেন। পরে ফোনে তাদের সাথে কালেক্টর বাবু চাকমা কথা বলার পর আমাকে ছেড়ে দেওয়া হয়। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হলেও মারধর করা হয়নি বলে তিনি জানান।

এ ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক উজোবাজারের এক দোকানদার বলেন, প্রতি বছর তাদের (মুখোশদের) ধার্য্যকৃত বাৎসরিক চাঁদাগুলো দীঘিনালায় গিয়ে দেওয়া হয়। এরপরও তারা আবার বাজার ফান্ড থেকে ৫০ হাজার টাকা হওলাদ হিসেবে দাবি করে আসছিল। কিন্তু বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে তাদের চাওয়া মাফিক টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে তারা হুমকি প্রদান করে। এর জের ধরে আজকে ভিক্টর চাকমাকে তুলে নিয়ে হেনস্তা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More