দীঘিনালার বাবুছড়া এলাকায় দুই স্থানে সেনাবাহিনীর অবস্থান, অস্থায়ী ক্যাম্প স্থাপনের পাঁয়তারা!

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৯ নভেম্বর ২০২৫
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকায় দুটি স্থানে সেনাবাহিনী অবস্থান নিয়েছে। তারা সেখানে অস্থায়ী ক্যাম্প স্থাপনের পাঁয়তারা করছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার (৯ নভেম্বর ২০২৫) সকাল থেকে বাবুছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নুনছড়ি তড়িৎ কান্তি কার্বারি পাড়া ও দীঘিনালা ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত মনিভদ্র কার্বারি পাড়ায় (বাগান পাড়া) ৯০ জনের অধিক সেনা সদস্য অবস্থান নিয়েছে।
সেনারা নুনছড়ি তড়িৎ কান্তি কার্বারি পাড়ায় দীপক কুমার চাকমার বাগানের গাছ কেটে দিচ্ছে এবং সেখানে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করবে।
অপরদিকে বাগান পাড়ায়ও একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করবে বলে জানা গেছে।
এদিকে, সাধনাটিলা-জারুলছড়ি সড়কে হেঁটে টহল দিচ্ছে সেনা সদস্যরা।
সেনাদের এমন অবস্থানের কারণে এলাকার জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
