দীঘিনালা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের নুনছড়ি গ্রামে ৫নং ওয়ার্ডের সদস্য মেরিন চাকমার বাড়িতে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার (১৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে দীঘিনালা ক্যান্টনমেন্ট’র টু-আইসি মেজর রাব্বির নেতৃত্বে ২৭ জনের একটি সেনাদল নুনছড়ি গ্রামে গিয়ে ইউপি সদস্য মেরিন চাকমার বাড়ি তল্লাশি চালিয়ে বাড়ির জিনিসপত্র তছনছ করে দেয়। এ সময় তিনি বাড়িতে ছিলেন না। তবে তার মা সহ পরিবারের লোকজন বাড়িতে ছিলেন।
বেশ কিছুক্ষণ তল্লাশির পরও অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা একটি সাদা কাগজে ‘তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি’ লিখে পরিবারের লোকজনের কাছ থেকে সাক্ষর নিয়ে ক্যাম্পে ফিরে যায়।
কি কারণে বা কোন উদ্দেশ্যে ইউপি সদস্যের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে তার কিছুই জানা সম্ভব হয়নি।
————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।