দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের শিমুলতুলি গ্রামে রিটন চাকমা (জ্ঞান বাপ), বয়স: ৫৫ নামে এক ব্যক্তিকে মারধর করে দাঁত ভেঙে দিয়েছে সংস্কারবাদী জেএসএস-এর সশস্ত্র সন্ত্রাসীরা।
গতকাল সোমবার (৮ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত রবিবার সন্ধ্যায় শিমুলতুলি গ্রামে মঞ্জু চাকমা নামে সংস্কারবাদী দলের এক সদস্যকে অজ্ঞাতনামা ঘাতকরা হত্যা করে। এ ঘটনাকে জের ধরে পরদিন অর্থাৎ সোমবার সকালে সংস্কারবাদীরা শিমুলতলী গ্রামের লোকজনকে হুমকি দিয়ে বলে যে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে মঞ্জু চাকমার হত্যাকারীদের বের করে দিতে না পারলে অসুবিধা হবে। এতে ভয় পেয়ে গ্রামের অধিকাংশ লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু রিটন চাকমা পালিয়ে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন। রাত প্রায় সাড়ে ১০টা-১১টার দিকে সংস্কারবাদীদের একদল সশস্ত্র সদস্য শিমুলতুলি গ্রাামে হানা দিয়ে লোকজনকে খুঁজতে থাকে। তবে এ সময় গ্রামের প্রায় লোকজন বাড়িতে ছিলেন না। সন্ত্রাসীরা কয়েকজনের বাড়ির দরজা লাথি মেরে ভেঙে দেয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা রিটন চাকমার বাড়িতে গিয়ে তাকে পেয়ে বেদম মারধর করে ফেলে রেখে যায়। সন্ত্রাসীদের মারধরের ফলে তাঁর দু’টি দাঁত ভেঙে যায়।
এদিকে সন্ত্রাসীরা শিমুলতুলি ও রাঙাপানি মুনি পাড়া গ্রামবাসীদের প্রাণনাশসহ উচ্ছেদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীদের ভয়ে বর্তমানে দু’টি গ্রামের লোকজন পালিয়ে বেড়াতে বাধ্য হচ্ছেন।
———————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।