দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের গুলছড়ি রাখাল মহাজন পাড়ায় উজ্জ্বল কান্তি চাকমা ওরফে মার্শাল (৫৫) নামে ইউপিডিএফ’র এক সাবেক কর্মীকে গুলি করে হত্যা করেছে সংস্কারবাদী জেএসএস সন্ত্রাসীরা।
জানা যায়, গতকাল সোমবার (২১ মে ২০১৮) রাত আনুমানিক ৯টার দিকে সংস্কারবাদীদের একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে অর্ধেক রাস্তায় গুলি করে হত্যার পর পালিয়ে যায়।
হত্যার শিকার উজ্জ্বল কান্তি চাকমা রাখাল মহাজন পাড়ার মৃত গৌতম বুজ্জে চাকমার ছেলে।
——————
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।