সিএইচটি নিউজ ডটকম
দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
আটক ইউপিডিএফ সদস্যের নাম পরমজিত চাকমা(৩০)। তিনি দীঘিনালা ইউনিয়নের রাঙাপানি ছড়া(কার্বারী টিলা) গ্রামের চিক্কে চাকমার ছেলে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২:৪৫টার সময় দীঘিনালা বাসস্টেশন এলাকায় গেলে সেখান থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে কোন মামলা বা ওয়ারেন্ট ছিল না।
আটকের পর তার বিরুদ্ধে কোন মামলা দায়ের করা হয়েছে কিনা এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি।
——————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।