দীঘিনালা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৪নং দীঘিনালা ইউনিয়নের দক্ষিণ বড়াদামের রাঙেপাড়ায় ইউপিডিএফ নেতা প্রজিত চাকমা(৩৮) এর বাড়ি পুড়িয়ে দিয়েছে জেএসএস সংস্কারপন্থী সন্ত্রাসীরা। প্রজিত বর্তমানে মহালছড়ি উপজেলায় ইউপিডিএফ’র সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, গতকাল বুধবার (১৮ এপ্রিল ২০১৮) রাত ১০টার সময় বিধান-এর নেতৃত্বে ১০-১৫ জন সংস্কারপন্থী সশস্ত্র সন্ত্রাসী রাঙেপাড়ায় গিয়ে প্রজিত চাকমার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে তার বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
এর আগে বিকাল ৫টার দিকে সন্ত্রাসী বিধান মোবাইলে ফোন করে বাড়ি পুড়িয়ে দেয়ার হুমকি দেয় বলে ইউপিডিএফ নেতা প্রজিত সিএইচটি নিউজ ডটকমকে জানিয়েছেন।
বিধানের বাড়ি মহালছড়ির মাইসছড়ি ইউনিয়নের যন্ত্রনাথ কার্বারী পাড়ায়। তার পিতার নাম বিনোদ বিহারী চাকমা। এলাকায় সে ‘রফিক্যা’ নামে পরিচিত। বর্তমানে দীঘিনালায় জেএসএস সংস্কারপন্থীদের সশস্ত্র গ্রুপের সেকশন কমাণ্ডারের দায়িত্বে রয়েছে।
————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।