দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মিলনপুর গ্রামে ইউপিডিএফ সদস্য নেলসন চাকমার বাড়ি থেকে জিনিসপত্র লুট করেছে সংস্কারবাদী জেএসএস সন্ত্রাসীরা।
জানা যায়, আজ বৃহস্পতিবার (১৭ মে ২০১৮) দুপুর সাড়ে ১২টার দিকে ৪টি মোটর সাইকেলযোগে ৮ জন সংস্কারবাদী সন্ত্রাসী নেলসন চাকমার বাড়িতে গিয়ে দরজা ভেঙ্গে বাড়ির ভিতর প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় বাড়িতে কোন লোকজন ছিলেন না। তবে কি পরিমাণ জিনিসপত্র লুট করা হয়েছে তার বিস্তারিত জানা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত সপ্তাহ-দুয়েক আগে নেলসন চাকমার পরিবারকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল সংস্কারবাদীরা। সে সময় তারা কোন জিনিসপত্র সঙ্গে নিতে পারেননি। এরপর থেকে বাড়িটি তালাবদ্ধ অবস্থায় ছিল।
——————
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।