দীঘিনালায় গণতান্ত্রিক যুব ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সিএইচটিনিউজ.কম
দীঘিনালা: মানিকছড়ির লাফাইডং পাড়ায় গতকাল সোমবার সন্তু লারমার মদদপুষ্ট বোরকা পার্টির সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফ সদস্য উচিমং মার্মা (বাবু)কে হত্যার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে গণতান্ত্রিক যুব ফোরাম।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ইউপিডিএফ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলা কমপ্লেক্স ঘুরে বাস টার্মিনাল এলাকায় লারমা স্কোয়ারে এক প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফরাম দীঘিনালা থানা শাখার সাধারণ সম্পাদক সজীব চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের দীঘিনালা থানা শাখার সভাপতি জীবন চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের দীঘিনালা ডিগ্রী কলেজ শাখার সভাপতি রুপেশ চাকমা।
সমাবেশে বক্তারা ইউিপডিএফ সদস্যকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্তু লারমার মদদপুষ্ঠ বোরকা পার্টির সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানান।
—————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।