দীঘিনালা প্রতিনিধি।। খাগড়াছড়ির দীঘিনালায় বিবিশিখা ময় চাকমা ওরফে উগ্রপন্থী(৪৫) নামে জেএসএস(লারমা) কর্মী পরিচয়ধারী এক ব্যক্তি হিল উইমেন্স ফেডারেশনের দীঘিনালা উপজেলা শাখার সভাপতি এন্টি চাকমাকে ধর্ষণের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এন্টি চাকমা অভিযোগ করে সিএইচটি নিউজ ডটকমের এই প্রতিনিধিকে জানান, গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টার সময় তিনি দীঘিনালা বাস ষ্টেশনের পাশে বটতলা বাজারে বাজার করতে গেলে জেএসএস(লারমা) এর কর্মী বিবিশিখাময় চাকমা তাকে হাত ধরে টেনে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি (এন্টি চাকমা) তাকে টেনে নেয়ার কারণ জানতে চাইলে, বিবিশিখা ময় চাকমা তাকে বলে, ‘আমরা তোমার শত্রু জানো না? এখানে বুকফুলিয়ে ঘুরতেছ’। তার এ কথার জবাবে এন্টি চাকমা বলেন, আপনারা কেন আমার শত্রু হতে যাবেন? সরকার, সেনাবাহিনী, সেটলারদেরকে আমরা শত্রু মনে করি। তাদেরকে ছাড়া আমি অন্য কাউকে শত্রু ভাবি না। পরে কথায় পেরে না উঠলে জেএসএস কর্মী পরিচয়ধারী ওই বক্তি (বিবিশিখা ময় চাকমা) “তোমাকে দেখে নেব এবং ৮-৯ জন মিলে ধর্ষণ করা হবে” এমন হুমকি দিয়ে চলে যায়।
বিবিশিখা ময় চাকমার বাড়ি দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের মাষ্টার পাড়ায় বলে জানা গেছে।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।