দীঘিনালা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের তারাবন্যা ক্ষেত্রপুর গ্রামে দুই ব্যক্তিকে মারধর করেছে সংস্কারবাদী জেএসএস সন্ত্রাসীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (২৬ মে ২০১৮) সকাল ৮টার সময় সুখীন চাকমার নেতৃত্বে ৭-৮ জনের একদল সংস্কারবাদী সশস্ত্র সন্ত্রাসী ক্ষেত্রপুর গ্রামে গিয়ে কৃপা রঞ্জন চাকমা(৩০), পিতা- অমর চান চাকমা ও রবি চান চাকমা (৫৫), পিতা মৃত দেবশুল চাকমাকে মারধর করে। সন্ত্রাসীরা কৃপা রঞ্জন চাকমাকে দোকান বন্ধ রাখারও নির্দেশ দেয়।
এছাড়াও সন্ত্রাসীরা ধন্যামা ছড়া গ্রামের মাইকেল চাকমা(৩২), পিতা- মনুরাম চাকমা, চন্দ্র চাকমা(৪৫), পিতা- মধু মঙ্গল চাকমা ও সুভাষ চাকমা (৪৮), পিতা- মৃত সূর্য মোহন চাকমা-এর বাড়িতে গিয়ে তাদেরকে হুমকি দেয় বলে জানা গেছে।
——————
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।