দীঘিনালায় পিসিপি প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশস্থল ঘেরাওয়ের নিন্দা জানিয়েছে ৪ সংগঠন
ঢাকা: জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম, নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ সভাপতি মাসুদ খান ও জাতীয় গণফ্রন্ট সমন্বয়ক টিপু বিশ্বাস আজ বৃহস্পতিবার (১৯ মে) সংবাদ মাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে খাগড়াছড়ি জেলার দীঘিনালায় পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশস্থলে সেনাবাহিনী কর্তৃক ঘেরাও করে রাখার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, সভা সমাবেশ করার গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার হাসিনা সরকার কেড়ে নিয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২০ মে খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ছাত্র পরিষদের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ছাত্র সমাবেশ হবার কথা। তা বানচালের উদ্দেশ্যেই সেনাবাহিনী এ কাজ করেছে। নেতৃবৃন্দ প্রশ্ন করেন, খাগড়াছড়িতে কি সেনাশাসন জারী আছে? জনগণ তা জানতে চায়। নেতৃবৃন্দ ২০ মে পাহাড়ি ছাত্র পরিষদের সমাবেশ করার বাধা তুলে নেয়ার দাবি জানিয়ে বলেন এ ঘটনার জন্য দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।
—————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।