দীঘিনালা : স্বপন ত্রিপুরার নেতৃত্বে ৪-৫ জনের সংস্কাবাদী জেএসএস-এর একটি ডাকাত দল দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ভৈরফা গ্রামের বাসিন্দা ও ইউপিডিএফ সদস্য আনন্দ চাকমা(৫০)’র বাড়ি লুটপাট চালিয়েছে। এসময় তাঁরা প্রায় ৩ লক্ষ টাকার সম্পত্তি লুট করে নিয়ে গেছে।
আজ সোমবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে গ্রামবাসীদের সামনে এ ঘটনা ঘটে। ভয়ে কেউ বাধা দিতে সাহস পায়নি। এসময় পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। প্রায় মাস খানেক আগে সংস্কারবাদী জেএসএস’র সশস্ত্র সন্ত্রাসীরা পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিলে তাঁরা প্রতিবেশী গ্রামে আশ্রয় নিতে বাধ্য হন।
লুট হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে- একটি ২১ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন, একটি সেগুন কাঠের টেবিল, ব্যাটারীসহ একটি ১০০ ওয়াটের সোলা প্যানেল, সোলার চালিত ফ্যান ১টি, সেগুন কাঠের আলমারি ৩টি, শো-কেস ২টি, ড্রেসিং টেবিল ৩টি, ডাইনিং টেবিল ১সেট, ওয়ার ড্রোব ২টি, সোফা ১ সেট, সেগুনের খাট ৪টি, সিলিন্ডারসহ ডাবল বার্ণার চুলা ১টি, সেলাই মেশিন ১টি, পানির পাম্প ১টি, আরএফএল’র প্লাস্টিক চেয়ার ১০টি, আলনা ৩টি, সিলিং ফ্যান ৪টি, ল্যাপটপ ১টি, ৫ আনা ওজনের স্বর্ণের চেইন ১টি ও কাপড়-চোপড় এবং থালাবাসনও রয়েছে।
_________
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।