দীঘিনালা : খাগড়াছড়ির দীঘিনালায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ২ জনকে আটক করেছে সেনাবাহিনী।
আজ সোমবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৭টার সময় বাবুছড়ার রাস্তামাথা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- বাবুছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পরিতোষ চাকমা (৬০) ও নিউটন চাকমা (৩৯)।
জানা যায়, দীঘিনালা সেনা জোন থেকে দুই পিকআপ সেনা সদস্য বাবুছড়া রাস্তামাথার মুড়ো পাড়ার নিজ বাড়ি থেকে পরিতোষ চাকমাকে এবং রাস্তামাথা বাজারের নিজ দোকান থেকে নিউটন চাকমাকে আটক করে জোনে নিয়ে যায়।
সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে রাত পৌনে ১১টার দিকে সেনারা তাদেরকে ছেড়ে দিয়েছে। ছাড়া পাওয়ার পর তারা নিজ নিজ বাড়িতে পৌঁছেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।