দীঘিনালায় সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফ’র দুই সদস্য গ্রেপ্তার
দীঘিনালা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বানছড়া এলাকার হেডম্যান পাড়া থেকে শনিবার (২১ অক্টোবর ২০১৭) দিবাগত রাত ২টার দিকে সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফ দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ভৃগ রঞ্জন চাকমা ওরফে রমেশ (৬০), পিতা- মৃত মঙ্গল চন্দ্র চাকমা, গ্রাম- বাঘাইছড়ি মুখ পাড়া ও অমর সিন্দু চাকমা (৫৫), পিতা- বিভূতি রঞ্জন চাকমা, গ্রাম-বৌদ্ধ পড়া, কামুক্ক্যাছড়া।
জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দীঘিনালা ক্যান্টনমেন্ট থেকে ২০-৩০ জনের একদল সেনা সদস্য হেডম্যান পাড়ায় হানা দেয়। এ সময় সেনারা ওই গ্রামের বাসিন্দা তত্ত্ব কাঞ্চন চাকমা ও জিতেন চাকমার বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায় এবং সেখানে অবস্থানরত ইউপিডিএফ’র উক্ত দুই সদস্যকে অস্ত্র গুঁজে দিয়ে গ্রেপ্তার করে নিয়ে যায়। সাংগঠনিক কাজে তারা সেখানে অবস্থান করছিলেন।
শারীরিক নির্যাতনের পর গতকাল রবিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে তাদেরকে দীঘিনালা থানায় হস্তান্তর করা হলে তাদের বিরুদ্ধে মিথ্যা অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। আজ সোমবার তাদেরকে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করার কথা রয়েছে।
—————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।