দীঘিনালায় হিল উইমেন্স ফেডারেশন ও পিসিপি’র বিক্ষোভ
সিএইচটিনিউজ.কম
দীঘিনালা প্রতিনিধি: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালীতে শিশু ধর্ষণকারী মো: আইয়ুব আলীসহ এ যাবৎকালে পাহাড়ি নারী খুন, গুম, অপহরণ, ধর্ষণ, ধর্ষণের পর হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে আজ ১৭ জানুয়ারী ২০১৫ইং শনিবার দুপুর ১২টায় দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) দীঘিনালা থানা শাখা।
নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন! এই আহ্বান সম্বলিত শ্লোগানে ইউপিডিএফ দীঘিনালা ইউনিট কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে উপজেলা কমপ্লেক্স, দীঘিনালা বাস টার্মিনালসহ প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে লারমা স্কোয়ারে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। হিল উইমেন্স ফেডারেশন দীঘিনালা থানা শাখার সম্পাদক ডেইজি চাকমার সভাপতিত্বে ও পিসিপি থানা শাখার সহ সাধারণ সম্পাদক জীবন চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মেনাকী চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম দীঘিনালা থানা শাখার সভাপতি জীবন চাকমা, পিসিপি থানা শাখার সভাপতি জহেল চাকমা এবং কলেজ শাখার সভাপতি রূপেশ চাকমা।
সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হয় না বলে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে ধর্ষণ, নির্যাতনের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ সময় গত বছর (২০১৪) সংঘটিত ধর্ষণ, ধর্ষণের পরে হত্যা, অপহরণ, নির্যাতনের বিস্তারিত তথ্য পড়ে শোনান পিসিপির থানা শাখার সভাপতি জুহেল চাকমা।
বক্তারা শিশু ধর্ষণকারী আইয়ুব আলী সহ এ যাবৎকালে পাহাড়ি নারী খুন, গুম, অপহরণ, ধর্ষণ, ধর্ষণের পর হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারী ২০১৫ইং রাঙ্গামাটির কাউখালী উপজেলার কাশখালীতে মো: আইয়ুব আলী কর্তৃক দ্বিতীয় শ্রেণির এক মারমা শিশু ধর্ষণের শিকার হয়। শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।