দীঘিনালা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৯মাইল এলাকায় পূর্ণা ত্রিপুরা (১২) নামে ৫ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
গতকাল শনিবার (২৮ জুলাই ২০১৮) দিনের কোন এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, পূর্ণা ত্রিপুরাদের বাড়ি খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের পাশে। গতকাল সকালে পরিবারের লোকজন সবাই জুমের কাজে যায়। পুর্ণা ত্রিপুরাও প্রতিদিনের মতো বিদ্যালয়ে চলে যায়। জুমের কাজ শেষে বিকালে পরিবারের লোকজন বাড়িতে এসে মেয়েটিকে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। অনেক খোঁজাখুজির পর রাত সাড়ে ১১টার দিকে বাড়ির নীচের ছড়ার পাশে তার ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘতে জখমের চিহ্ন রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। পরে পুলিশকে ঘটনাটি জানানো হলে দীঘিনালা থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এ সময় সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় বলে স্থানীয়রা জানান।
মেয়েটিকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে পরিবার ও এলাকাবাসী ধারণা করছেন। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অনেকের তথ্য মতে, বেলা ২/৩টার দিকে তাদের বাড়ির সামনে রাস্তায় একটি ট্রাক থামিয়ে সেখান থেকে ৩ জন বাঙালিকে তাদের বাড়ির দিকে যেতে দেখা গেছে। যোগাযোগের সমস্যার কারণে এর সত্যতাও নিশ্চিত করা সম্ভব হয়নি।
উক্ত ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ি – দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।
———————
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।