দীঘিনালা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার থানা বাজার থেকে সংস্কারবাদী জেএসএস সন্ত্রাসী কর্তৃক চিত্ত রঞ্জন চাকমা প্রকাশ ডাক্তয্যা (৫৮) নামে এক ব্যক্তি অপহৃত হওয়ার খবর পাওয়া গেছে।
চিত্ত রঞ্জন চাকমার বাড়ি বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউপি’র তদেকমারা কিজিংয়ে। তিনি মৃত শশী ভূষণ চাকমার ছেলে।
জানা যায়, আজ শনিবার (১৫ সেপ্টেম্বর ২০১৮) সকালে চিত্তরঞ্জন চাকমা ব্যক্তিগত কাজে নিজ বাড়ি থেকে দীঘিনালা থানা বাজারে আসেন। সেখান থেকে সকাল সাড়ে ১০টার দিকে সংস্কারবাদী সন্ত্রাসী ভগদাং চাকমা, বনশিশু চাকমা ও সুমন চাকমা (জারুলবিজি) তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
অপহরণের পর তার কোন খোঁজ পাচ্ছেন না বলে পরিবারের লোকজন এ প্রতিবেদককে জানিয়েছেন। তাকে নিয়ে পরিবারের লোকজন খুবই উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
——————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।