
দীঘিনালা প্রতিনিধি।। খাগড়াছড়ির দীঘিনালায় সাধনাটিলা বনবিহারে কোন প্রকার উন্নয়ন কাজ করা যাবে না মর্মে বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১২ জুন ২০২১) বিকাল ৫টার সময় বাবুছড়া সেনাক্যাম্প হতে একদল সেনা সদস্য সাধনাটিলা বনবিহারে গিয়ে বেপরোয়াভাবে ঘোরাঘুরি করে এবং বিহার অধ্যক্ষকে খুঁজতে থাকে। এসময় তারা বিহারে উন্নয়নমূলক কাজ হচ্ছে কিনা তা দেখতে এসেছে জানিয়ে ‘বিহারে কোন প্রকার উন্নয়ন কাজ করা যাবে না’ বলে সাফ জানিয়ে দেয়।
অপরদিকে, গত দুই বছর যাবত সাধনাটিলা এলাকায় বাবুছড়া ইউনিয়নের ৩, ৫, ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের জনগণ ও দীঘিনালা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জনগণ সেনাবাহিনীর বাধার কারণে ঘর নির্মাণের কোন সরঞ্জাম নিতে পারছেন না বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।