আমাদের ওয়েব সাইটে “দীঘিনালায় জেএসএস (লারমা) সভাপতি সুধাসিন্ধু খীসা, স্বায়ত্তশাসন আদায়ে দরকার কঠোর আন্দোলন, শান্তিবাহিনী নিজেদের যোগ্যতা মত ‘চুক্তি’ করতে সক্ষম হয়েছে” শিরোনামে দীঘিনালা প্রতিনিধির পাঠানো একটি খবর আজ (৪ ডিসেম্বর) রাত ৮টা ৫মিনিটে পোস্ট দেয়া হয়।
পরে খোঁজ নিয়ে জানা যায়, চুক্তির বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত উক্ত সভায় সুধাসিন্ধু খীসা’র স্থলে উপস্থিত ছিলেন তাতিন্ত্রলাল চাকমা পেলে। এই অনাকাঙ্খিত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রকাশিত খবরটিও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
–সম্পাদকীয় বোর্ড।
__________ সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।