নান্যাচর : সেনাসৃষ্ট নব্য মুখোশবাহিনী কর্তৃক অপহৃত এইচ ডব্লিউএফ নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে অপহরণের প্রতিবাদ, অপহৃত নেত্রীদ্বয়কে অক্ষত অবস্থায় মুক্তি এবং অপহরণকারীদের গ্রেফতারের দাবিতে নান্যাচরে আয়োজিত গণসমাবেশে নগ্ন হামলা করা হয়েছে। নান্যাচর কলেজ মাঠে শান্তিপূর্ণভাবে জড়ো হওয়া প্রায় ৬ শতাধিক সাধারণ জনগণের ওপর বিনাউস্কানিতে লাঠিপেটা করে তাড়িয়ে দেয় সেনাবাহিনী। এতে বহু আহত হওয়ার খবর পাওয়া গেছে।
উক্ত খুন, অপহরণ, মুক্তিপণ আদায় ও বেপরোয়া চাঁদাবাজির প্রতিবাদে নান্যাচর উপজেলায় আয়োজিত সমাবেশে সংহতি জানাতে ঢাকা ও চট্টগ্রামে থেকে একটি প্রতিনিধিদল সেখানে যায়। দুপুর সাড়ে বারোটার দিকে তারা সেখানে পৌঁছে যায়। হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরুপা চাকমার নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস পপি, নারী সংহতির সদস্য শাহিদা হক, বিপ্লবী নারী মুক্তির আহ্বায়ক নাসিমা নাজনীন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি এমএন পারভেজ লেলিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-এর সাংগঠনিক সম্পদক মাসুদ রানা ও ছাত্র ফেডারেশন-এর (গণসংহতি) শওকত।
জানা গেছে গোটা কলেজ এলাকাটি ঘিরে ফেলেছে সেনাবাহিনী। বাড়ি বাড়ি তল্লাসি চালানো হচ্ছে। ঢাকা থেকে যাওয়া প্রতিনিধিদলকে কলেজে আটকে রাখা হয়েছে।
_______
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।