খাগড়াছড়ি : ইউপিডিএফ’র ডাকা দ্বিতীয় দিনের অবরোধে অচল হয়ে পড়েছে খাগড়াছড়ি।
দলটির অন্যতম সংগঠক মিঠুন চাকমাকে পরিকল্পিতভাবে নব্য মুখোশ বাহিনী দিয়ে হত্যা ও তাঁকে পার্টি অফিসে এনে শেষ শ্রদ্ধা নিবেদনে বাধাদানের প্রতিবাদে ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে আজ রবিবার (৭ জানুয়ারি) দ্বিতীয় দিনের মতো ইউপিডিএফ এ অবরোধ কর্মসূচি পালন করছে।
আজ সকাল ৬টা থেকে শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করা হয়। এছাড়াও জেলার প্রতিটি উপজেলায় রাস্তায় নেমে এসেছে বিক্ষুব্ধ জনতা।
খাগড়াছড়ি জেলা শহরের সদর উপজেলা সামনের রাস্তা, ফায়ার সার্ভিস এলাকার খাগড়াছড়ি-চট্টগ্রাম রোডে টায়ার জ্বালিয়ে স্লোগান দেয় অবরোধকারীরা। এছাড়াও খাগড়াছড়ি-পানছড়ি রোড, খাগড়াছড়ি-দীঘিনালা রোডে অবস্থান নিযে স্লোগান দেয় বিক্ষুব্ধ জনতা। এসময় “মিঠুন চাকমার রক্ত, বৃথা যেতে দেব না। রাষ্ট্রীয় মদদে খুন কেন, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব চাই। মিঠুন হত্যার ঘটনায়, প্রধানমন্ত্রীর জবাব চাই।” ইত্যাদি স্লোগান দিয়ে রাজপথ প্রকম্পিত করে তোলে।



এদিকে পানছড়ি, গুইমারা, মানিকছড়ি, মাটিরাংগা, রামগড়, লক্ষীছড়ি ও দীঘিনালা উপজেলাতেও দ্বিতীয় দিনের মতো সর্বাত্মকভাবে সড়ক অবরোধ পালিত হচ্ছে।
__________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।