জেএসএস(সংস্কারবাদী)-এর সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে

দ্বিতীয় দিনের মতো খাগড়াছড়ি-পানছড়ি সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী

0
15

খাগড়াছড়ি : জেএসএস(সংস্কারবাদী) কর্তৃক ৪ গ্রামবাসীকে অপহরণ, চাঁদাবাজি, এলাকায় দোকানপাট বন্ধ করে দেয়াসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ও অপহৃতদের মুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো আজও (মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮) খাগড়াছড়ি – পানছড়ি সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

সকাল সাড়ে ৭টার পর থেকে পেরাছড়াসহ বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে।

উল্লেখ্য, ভাইবোনছড়ার দেওয়ান পাড়ায় সেনা সহায়তায় অবস্থানরত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান শেষে ফেরার পথে খাগড়াছড় শহরের মহাজন পাড়ায় গাড়ি আটকিয়ে ৪ গ্রামবাসীকে অস্ত্রের মুখে অপহরণ করে সংস্কারবাদী সন্ত্রাসীরা। এ ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় নেমে পড়ে এবং সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খাগড়াছড়ি-পানছড়ি সড়ক অবরোধ করে রাখে। তারা অবিলম্বে অপহৃতদের মুক্তি ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানায়।

কিন্তু প্রশাসন এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ না করায় বিক্ষুব্ধ এলাকাবাসী আজও রাস্তায় নেমে এসেছে।

——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.