ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৮ জুলাই ২০২৩

রাঙামাটির লংগদুতে ছাত্রী ধর্ষণকারী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিমের জামিন বাতিলের দাবিতে ঢাকায় হাইকোর্টের সম্মুখে পোস্টারিং ও ফেস্টুন টাঙিয়েছে পাহাড়ের ৪ সংগঠন হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম।

এসব ফেস্টুন ও পোস্টারে “কোনো প্রশ্রয় নয়, অবিলম্বে জামিন বাতিল করে ধর্ষক আব্দুর রহিমকে জেলে দাও; , যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ধর্ষক আবদুর রহিম জামিনে মুক্ত কেন, হাইকোর্টের জবাব চাই; উচ্চ আদালতকে বিতর্কিত করার অপরাধে ধর্ষক আব্দুর রহিমকে কঠোর সাজা দাও” ইত্যাদি দাবি লেখা রয়েছে।

উল্লেখ্য ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর লংগদুর করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম বিদ্যালয়ে ডেকে নিয়ে এক ছাত্রীকে ধর্ষণ করলে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনা প্রমাণিত হওয়ায় নিম্ন আদালতে তার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়। কিন্তু সে সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে হাইকোর্ট তাকে ভুয়া বিয়ের ভুয়া হলফনামার ভিত্তিতে ও এক একর জমি লিখে দেয়ার শর্তে জামিন দেয়। এরপর গত ২১ জুন সে কারাগার থেকে মুক্তি পেয়ে পূনরায় ওই বিদ্যালয়ে শিক্ষকতা করতে শুরু করে। তার এ জামিন বাতিলের দাবিতে ইতোমধ্যে হিল উইমেন্স ফেডারেশন ও দেশের প্রগতিশীল নারী সংগঠনগুলো সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদান করেছে। কিন্তু এখনো তার জামিন বাতিল করা হয়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন