নওগাঁয় সান্তাল হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ

0
নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম
ইউপিডিএফ-এর কেন্দ্রীয় নেতা সচিব চাকমা, জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল স্মৃতি চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি নতুন কুমার চাকমা আজ ১১ আগস্ট শনিবার এক যুক্ত বিবৃতিতে উত্তরবঙ্গে নওগাঁ জেলার ধামুরাই হাটে সান্তালদের মালিকানাধীন জমি বেদখলের উদ্দেশ্যে হামলা চালিয়ে জাম্বু চঁরে (২৫) নামে এক সান্তালকে খুনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন
নেতৃবৃন্দ বলেন, সুশীল হাসদার (৩৩) পিতামহ মৃত শুকল হাসদার নামে শাহাপুরে ১৮ একর জমি রয়েছেকিছু বাঙালি গত ৪-৫ বছর ধরে এই জমি বেদখলের জন্য চেষ্টা চালিয়ে আসছেগতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উক্ত জমিতে ধান রোপন করতে গেলে বাঙালিরা জয়নাল, মোজাম্মেল ও মনসুর আলীর নেতৃত্বে লাঠিসোটা নিয়ে সান্তালদের ওপর হামলা চালায়এতে বৈদ্যবাতি গ্রামের জাম্বু চঁরে (পিতার নামে লতিফ চঁরে) নামে এক সান্তাল মারাত্মকভাবে আহত হয়আহত অবস্থায় তাকে প্রথমে নওগাঁ ও পরে বগুড়া হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে
নেতৃবৃন্দ অবিলম্বে জাম্বু চঁরের হত্যাকারীদের গ্রেফতার, তার পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ, সংখ্যালঘু সান্তাল জাতির জনগণের ওপর নির্যাতন বন্ধ ও তাদের জমি বেদখল রোধ করতে যথাযথ পদপে গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More