নানিয়াচর॥ সেনা-সৃষ্ট সন্ত্রাসী গোষ্ঠী নব্য মুখোশ বাহিনী থেকে ৩ জন ইস্তফা দিয়েছে। এরা হলেন বরুণ চাকমা ওরফে গতি, সুমন ও নির্ভিক।
সিএইচটি নিউজ ডটকমকে তারা বলেন গত ‘ফুল বিজুর’ দিন অর্থাৎ ১২ এপ্রিল সকালে নব্য মুখোশ বাহিনীর সর্দার তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা তাদের তিন জনের প্রত্যেককে ফোন করে মুখোশ বাহিনী থেকে চলে যেতে বলে।
মুখোশ-ত্যাগী বরুণ চাকমা জানান, ‘বর্মা আমাকে ফোন করে বলে “যে যিন্দি চোগে পহর দেঘ’ সিন্ধি যগোই, তোমারে ইদু ন-দেঘঙ আর পারা, দেলে অসুবিধা অব’।’ [যার যেদিকে মন চায় সেদিকে চলে যাও, তোমাদেরকে এদিকে যেন আর না দেখি, দেখলে অসুবিধা হবে।]
‘আমি যখন বলি আপনার কথায় ও আশায় কাজ করতে এসেছি। এখন কেন এভাবে বলছেন। এ কথা শুনে বর্মা আরো তেলে বেগুনে জ্বলে উঠে এবং বলে কোন কথা নেই, সোজা চলে যাও।’
বরুণ চাকমা আক্ষেপ করে বলেন, ‘প্রথম দিকে বর্মা আমাদের কত খাতির করতো। তখন আমাদের কত কদর। অথচ কয়েক মাস যেতে না যেতেই সে আমাদের বের করে দিচ্ছে। এখনতো সে আমাদেরকে গুলি করে মারবে এই রকম অবস্থা।’
তিনি আরো বলেন যে, মুখোশ বাহিনীতে তারা মোটেই ভালো ছিলেন না। নানিয়াচরের টিএন্ডটি বাজারে থাকার সময় তাদেরকে সাধারণ লোকজনের কাছ থেকে প্রতিদিনই নানান টিটকারী শুনতে হতো।
মুখোশদের মধ্যে এখন চরম অবিশ্বাস ও সন্দেহ বিরাজ করছে বলে তিনি জানান এবং বলেন, ‘বর্মা, তরু ও দাজ্যার সাথে আর্মিদের গভীর সম্পর্ক রয়েছে।’ সংস্কারবাদী আর তাদের মধ্যে কোন পার্থক্য নেই বলেও তিনি জানান।
ইউপিডিএফ ত্যাগ করে সংস্কারবাদী গ্রুপে ও পরে সেখান থেকে মুখোশ বাহিনীতে চলে যাওয়া তার চরম ভুল হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
——————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।