নান্যাচর : রাঙামাটির নান্যাচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার ও নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির সদস্য সচিব জীবন আলো চাকমা ওরফে পরানধন আজ শুক্রবার (১২ অক্টোবর) ভোর ৫ টার দিকে উত্তর ফিরিঙ্গি পাড়ার নিজ বাড়িতে স্ট্রোক করে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর। তিনি এক সন্তানের জনক ছিলেন।

মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি ছাড়াও তিনি গণতান্ত্রিক যুব ফোরামের নান্যাচর উপজেলা শাখার সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদের দায়িত্বে ছিলেন।
গত বছর ১৬ নভেম্বর সেনাসৃষ্ট নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা নান্যাচরে আবির্ভুত হওয়ার পর থেকে উপজেলার অন্যান্য জনপ্রতিনিধিদের ন্যায় তিনিও সন্ত্রাসীদের নানা হুমকির মধ্যে দিনযাপন করে আসছিলেন।
তাঁর অকাল মৃত্যুতে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আগামীকাল শনিবার নিজ গ্রামের শ্মশানে তাঁর দাহক্রিয়া সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।