নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু খুন
নাইক্ষ্যংছড়ি॥ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে উপর চাক পাড়ায় উ গাইন্দ্যা ভিক্ষু নামে ৭০ বছরের এক বৌদ্ধ সন্যাসীকে গলা কেটে হত্যা করা হয়েছে।
নিহত ভিক্ষুর এক আত্মীয় মানুচিং চাক আজ (শনিবার) সকাল ৭টার দিকে তাকে প্রাতঃরাশের খাবার দিতে গেলে তাঁর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখতে পান। এরপর তিনি পাড়ার লোকজনকে খবর দেন।
নিহত ভিক্ষুর ছোট ছেলে অংসাথোয়াই চাক সিএইচটি নিউজ ডটকমকে বলেন, ‘রাত আনুমানিক ১১টা থেকে ৩টার মধ্যে ভিক্ষুকে খুন করা হয়ে থাকতে পারে। এ সময় ঝড়বৃষ্টি হচ্ছিল।’
কারা খুন করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘কারা খুন করেছে সে ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নই। তবে আমাদের ধারণা এলাকার ধর্ম বিরোধীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।’
‘ধর্ম বিরোধীরা’ বলতে কাকে বোঝাতে চেয়েছেন তা তিনি স্পষ্টভাবে বলতে চাননি। তবে ইদানিং চাক জাতির বেশ কিছু লোকজনকে খৃষ্টান ধর্মে দীক্ষিত করা হয়েছে, যা নিয়ে এলাকায় অসন্তোষ রয়েছে।
যে এলাকায় খুনের ঘটনা ঘটেছে তা বাঙালি ও মারমা পাড়া থেকে বেশ দূরে।
নিহত গাইন্দ্যা ভিক্ষু মাত্র দুই বর্ষাবাস সমাপ্ত করেছেন অর্থাৎ উপসম্পদা বা ভিক্ষুত্ব প্রাপ্ত হন মাত্র ২ বছর আগে। তিনি জয়মঙ্গল মূল বৌদ্ধ বিহারের পাশে একটি ছোট মন্দির ‘চাক নির্বাণ বৌদ্ধ বিহারে’ একা থাকতেন ও ধ্যান সাধা করতেন। ভিক্ষু হওয়ার আগে তার নাম ছিল মংসোউ চাক।
ঘটনার পর সকাল থেকে ঘটনাস্থলে পুলিশের দল অবস্থান করছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এদিকে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) বান্দরবান ইউনিটের সংগঠক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা উ গাইন্দ্যা ভিক্ষুকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি হত্যার রহস্য উদঘাটন ও দায়ি ব্যক্তিদের সনাক্ত করতে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠনের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।
—————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।