মহালছড়ি : নান্যাচরের পুর্ব জগনাতলী গ্রামের মুরুব্বী শান্তি কুমার(৬০), পিতা-মৃত সুরেশ চন্দ্র চাকমাকে মহালছড়ি থেকে অপহরণ করেছে সংস্কারবাদী জেএসএস সন্ত্রাসীরা।
আজ বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে মহালছড়ি সদরের ব্রীজ পাড়া এলাকা থেকে সংস্কারবাদী দলের বিনিময় চাকমার নেতৃত্বে তাকে অপহরণ করা হয় বলে জানা গেছে। তিনি প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বাড়ি থেকে মহালছড়ি বাজারে গিয়েছিলেন।
অপহরণের খবর পেয়ে বিকালের দিকে অপহৃত শান্তি কুমার চাকমার পরিবারের লোকজন সংস্কারবাদীদের সাথে যোগাযোগ করলেও কোন খোঁজ পাননি বলে তারা জানিয়েছেন। তাকে নিয়ে পরিবারের লোকজন উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।