নান্যাচর : সেনা সৃষ্ট নব্য মুখোশ বাহিনী (স্থানীয়ভাবে জারগো ও ঢেরৎপুজ্জে)-এর সর্দার তপন জ্যোতি চাকমা বর্মা রাঙামাটির নান্যাচর উপজেলার পাহাড়ি অধ্যুষিত টিএন্ডটি বাজার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে টিএন্ডটি বাজারের কয়েকজন দোকানদার সিএইচটিনিউজ ডটকমকে বলেন, জারগো সর্দার বর্মা আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে টিএন্ডটি বাজার কমিটি সভাপতিকে মোবাইল ফোনে কল দিয়ে আগামীকাল বুধবার থেকে বাজার বন্ধ রাখার নির্দেশ দেন। বন্ধ না রাখলে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হবে বলে হুমকি দেন। কথা বলার সময় তিনি সভাপতিকে টু শব্দ করতে দেননি।
তারা আরো বলেন, জারগো সর্দার বর্মা কার নির্দেশে এবং কার স্বার্থে টিএন্ডটি বাজার বন্ধসহ একের পর এক জনবিরোধী কাজ করে যাচ্ছে তা নান্যাচরবাসীর অজানা নয়। একসময় তাকে আত্মগোপন থাকতে হলেও এখন নিয়মিত সেনা জোনে যাতায়াত করতে ও নান্যাচর উপজেলায় ঘুরাফেরা করতে দেখা যায়।
তারা ক্ষোভের সাথে প্রশ্ন রেখে বলেন, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থেকে, পরামর্শ ও আদেশ-নির্দেশ মেনে কি আন্দোলন হয়? দোকান বন্ধ রেখে আমরা কি না খেয়ে মরতাম? আমাদের খাওয়া-দাওয়া, বাচ্চাদের পড়ালেখার খরচ কে দেবে? দাজ্জ্যা ভূবন্যাদের পালা শেষ হয়ে গেছে, সময়ে বর্মাদের পর্বও শেষ হয়ে যাবে।
—————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।