নান্যাচর : রাঙামাটির নান্যাচর উপজেলাধীন ২ নং সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তিবিরেছড়ি নামক গ্রামে নতুন করে সেনা ক্যাম্প নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত ৮ মে থেকে নান্যাচর জোনের একদল সেনা সদস্য তিবিরেছড়ি গ্রামের একটি টিলায় টাঁবু খাটিয়ে অবস্থান নেয়। এখনো পর্যন্ত সেখানে সেনাবাহিনী অবস্থান করছে। আশপাশের জঙ্গল কেটে পরিস্কার করা হয়েছে। ইতোমধ্যে কয়েকবার নান্যাচর সদর জোন থেকে সেনা কর্মকর্তারা উক্ত স্থান পরিদর্শন করে এসেছেন।
এলাকার বেশ কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে সিএইচটি নিউজ ডটকমকে বলেন, সেনাবাহিনী সেখানে অবস্থান নেয়ায় জনগণের আসা-যাওয়ায় ব্যাঘাত ঘটছে। সেদিকে কেউ যেতে চাইলে বারণ করা হচ্ছে। সেনারা একজন স্থানীয় বাঁশ ব্যবসায়ীর কাছ থেকে ৫ শত বাঁশ কিনে নিয়েছে বলেও জানান তাঁরা। কিন্তু এখনো টাকা পরিশোধ করেনি। সেখানে একটি হেলিপ্যাড বানানো হয়েছে বলেও তাঁরা জানান।
শোনা যাচ্ছে কয়েকদিন পর চট্টগ্রাম ডিভিশনের জিওসি সেখানে যাবেন। এদিকে, যৌথ বাহিনীর অভিযানের নামে সেনা ক্যাম্প স্থাপন করায় এলাকার জনগণ উদ্বেগের পাশাপাশি চরম দুঃচিন্তায় রয়েছেন।
গ্রামবাসীরা পার্বত্য চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন করে সেনা ক্যাম্প স্থাপনের উদ্যোগকে কঠোর সমালোচনা করেছেন এবং অবিলম্বে এ উদ্যোগ বন্ধের দাবি জানিয়েছেন।
_______
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।